Wellcome to National Portal

জেলা সরকারি গণগ্রন্থাগার-পটুয়াখালী এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।  অফিসের সময়সূচি: শনিবার-বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত  *   বৃহষ্পতিবার ও শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন অফিস বন্ধ থাকবে ।  

Main Comtent Skiped

Presentable place
ক্রমিক নাম কিভাবে যাওয়া যায় অবস্থান
কুয়াকাটা ঢাকা কিংবা যশোর থেকে সরাসরি বিআরটিসি, দ্রুতি পরিবহন, সাকুরা পরিবহনসহ একাধিক পরিবহনের গাড়ীতে গাবতলী কিংবা সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে কুয়াকাটায় আসতে পারবেন। এছাড়া যে কোন স্থান থেকে রেন্ট-এ-কার যোগেও আসতে পারেন। তবে বরিশালের পর সড়ক যোগে কুয়াকাটায় পৌঁছাতে আপনাকে লেবুখালী ফেরী পারাপার হতে হবে। ঢাকা সদরঘাট থেকে বিলাস বহুল ডাবল ডেকার এম.ভি পারাবত, এম.ভি সৈকত, এম.ভি সুন্দরবন, এম.ভি সম্পদ, এম.ভি প্রিন্স অব বরিশাল, এম.ভি পাতারহাট, এম.ভি উপকূল লঞ্চের কেবীনে উঠে সকালের মধ্যে পটুয়াখালী কিংবা কলাপাড়া নেমে রেন্ট-এ-কার যোগে এবং পটুয়াখালী-কুয়াকাটা রুটের বাসে চড়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌঁছাতে পারেন। ঢাকা থেকে উল্লেখিত রুট সমূহের লঞ্চ গুলো বিকাল ৫ থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে লঞ্চ ঘাট ত্যাগ করে থাকেন।  
আঃ রাজ্জাক বিশ্বাসের সাপের খামার পটুয়াখালী জেলা বাসষ্ট্যান্ড থেকে দক্ষিন দিকে হেতালিয়া বাধঘাট, হেতালিয়া বাধঘাট থেকে পশ্চিম দিকে বোতলবুনিয়া বাজার হয়ে নন্দিপাড়া ব্রিজ পাড়হয়ে পশ্চিমপাড় গিয়ে কিছু দক্ষিনে আঃ রাজ্জাক বিশ্বাসের নিজ বাড়িতে সাপের খামার।  
লাউকাঠী ওয়াপদা কলনী দিঘি পটুয়াখালী সদর থেকে লাউকাঠী খেয়া পাড় হয়ে লাউকাঠী বাজার এর উত্তর দিকে খালের পচ্শিম পাড়ে অবদা কলনী দিঘি।  
মির্জাগঞ্জের মাজার আসার সহজ উপায় বরিশাল থেকে বাকেরগঞ্জ থেকে সহজ উপায়ে সুবিদখালী আসার পরে সুবিদখালী থেকে রিস্কা যোগে সরাসরি মির্জাগঞ্জ মাজার। অন্য উপায় হল পটুয়াখালী থেকে বাস গাড়ি অথবা হোন্ডা যোগে পায়রাগঞ্জ এসে নদী পার হয়ে রিস্কা অথবা হোন্ডা যোগে সরাসরি মির্জাগঞ্জ মাজার।  
১নং চাকামইয়া ইউনিয়ন ও কলাপাড়া সংযোগ ব্রীজ। রিক্সা, অটো রিক্সা, ভ্যান, মোটর সাইকেল, মিনিবাস যোগে বিভিন্ন স্থান থেকে চাকামইয়া ইউনিয়নে যাতায়াত করা যায়।  
শ্রীরামপুর প্রাচীন জমিদার বাড়ি পটুয়াখালী সদর থেকে লাউকাঠী খেয়া পাড় হয়ে লাউকাঠী বাজার থেকে উত্তর দিকে ০৮ কিঃ মিঃ। টমটম(ভাড়া জনপ্রতি ২০ টাকা) বা মটরসাইকেল(ভাড়া জনপ্রতি ৪০ টাকা) যোগে যাওয়া যায়।  
শ্রীরামপুর প্রাচীন আমরের মসজিদ পটুয়াখালী সদর থেকে লাউকাঠী খেয়া পাড় হয়ে লাউকাঠী বাজার থেকে উত্তর দিকে ০৮ কিঃ মিঃ। টমটম(ভাড়া জনপ্রতি ২০ টাকা) বা মটরসাইকেল(ভাড়া জনপ্রতি ৪০ টাকা) যোগে যাওয়া যায়।