Wellcome to National Portal

জেলা সরকারি গণগ্রন্থাগার-পটুয়াখালী এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।  অফিসের সময়সূচি: শনিবার-বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত  *   বৃহষ্পতিবার ও শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন অফিস বন্ধ থাকবে ।  

Main Comtent Skiped

List of Our Service

জেলা সরকারি গণগ্রন্থাগার, পটুয়াখালী

 

আমাদের প্রদত্ত সেবা ও নির্দেশনা সমূহঃ

  • বই, পত্র-পত্রিকা, ম্যাগাজিন, রেফারেন্স, গ্রন্থপঞ্জি, ম্যাপ, ইয়ারবুক, এ্যাটলাস তথ্য, গেজেট, এনইক্লোপিডিয়া প্রভৃতির মাধ্যমে সেবা পেতে পারেন।
  • লাইব্রেরির সদস্য হয়ে বই ধার নিয়ে ঘরে বসে পড়তে পারেন।
  • ধারে নেওয়া বই ১৫ দিনের মধ্যে ফেরত দিতে হবে।
  • লাইব্রেরিতে প্রবেশের সময় আপনার বই, ব্যাগ, ফাইল নির্ধারিত স্থানে রাখুন এগুলো নিয়ে পাঠকক্ষে প্রবেশ করবেন না।
  • পাঠশেষে লাইব্রেরির বই নির্ধারিত সেলফ/ টেবিলে রাখুণ।
  • পাঠকক্ষে ফোনে/ পরস্পর কথা বলবেন না।
  • জাতীয় দিবসগুলোতে আয়োজিত রচনা, বইপাঠ, আবৃতি, চিত্রঙ্কন ও হাতের সুন্দর লেখার প্রতিযোগীতায় আপনিও অংশ নিতে পারেন।
  • লাইব্রেরি, আসবাবপত্র ও পাঠ্যসামগ্রীর প্রতি যত্নবান হই, এগুলোর কোন প্রকার ক্ষতি বা নষ্ট না করি।
  • লাইব্রেরির চত্বরে উচ্চস্বরে আওয়াজ না করি এবং খাবারের অংশ, কাগজ ময়লা না ফেলি। প্রয়োজনে নির্ধারিত স্থানে ময়লা ফেলি।
  • ইন্টারনেট সেবা প্রদান করা হয়।
  • লাইব্রেরি একটি জাতির গৌরব ও সম্পদ ইহা সংরক্ষণ করি।