এক নজরে জেলা সরকারি গণগ্রন্থাগার পটুয়াখালী
লাইব্রেরির সময়সূচি |
শনিবার থেকে বুধবার সকাল ১০:০০ টা থেকে বিকেল ৬:০০ টা পর্যন্ত সাপ্তাহিক ছুটি : বৃহস্পতিবার ও শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন । |
বইয়ের সংখ্যা |
৪৩,২২২ টি |
দৈনিক পত্রিকা |
বাংলা: ১. প্রথম আলো ২. যুগান্তর ৩. ইত্তেফাক ৪. সমকাল ৫. সংবাদ ৬. মানবজমিন ৭. কালের কন্ঠ ৮. জনকন্ঠ ৯. যায় যায় দিন ১০. ইনকিলাব ১১. বাংলাদেশ প্রতিদিন ১২. আমার বার্তা ১৩. আজকালের খবর ১৪. বরিশালের আজকাল ১৫. পটুয়াখালী প্রতিদিন ১৬. আজকের বার্তা ১৭. দৈনিক পটুয়াখালী ১৮. ভোরের কাগজ ১৯. প্রতিদিনের সংবাদ। ইংরেজি: 1.The daily Star |
সাময়িকী |
বাংলা: ১. চাকরির বিজ্ঞাপন ২. বরিশাল পরিক্রমা ৩. উত্তরাধিকার ৪. উত্তোরণ ৫. চাকরির খবর ৬. মাসিক সরগম ৭. ডিডেকটিভ ৮. নিরীক্ষা ৯. মাসিক কালক্রম ১০. স্বাক্ষরতা বুলেটিন ১১. ইতিহাসের খসড়া। ইংরেজি : 1.The Journal 2. News Letter |
বাঁধাইকৃত পত্রিকা ও সাময়িকী |
পত্রিকা: ১. দৈনিক বাংলা (১৯৯৩- ১৯৯৭) ২. সংবাদ (১৯৯৮-২০০১৬) ৩. জনকন্ঠ (২০১৭ হতে চলমান) সাময়িকী: ১. বিচিত্রা (১৯৯৩-১৯৯৭) ২. রোববার (১৯৯৮-২০১১) |
সম্প্রসারণমূলক কার্যক্রম |
সর্বস্তরের জনসাধারণের পাঠাভ্যাস বৃদ্ধি এবং গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট করার নিমিত্ত গ্রন্থাগারে সম্প্রসারণমূলক কার্যক্রম যেমন : বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সুন্দর হাতের-লেখা প্রতিযোগিতা, বইপাঠ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা হয়। এছাড়া বিশেষ বিশেষ দিবসে গ্রন্থ প্রদর্শনী, আলোচনা সভা, ওয়ার্কশপ, ও সেমিনারের আয়োজন। |
গ্রন্থাগার সেবা |
১. পাঠক সেবা ২. রেফারেন্স সেবা ৩. সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবা ৪. পরামর্শ সেবা ৫. নির্বাচিত তথ্য বিতরণ সেবা ৬. তথ্য অনুসন্ধান সেবা ৭. পুস্তক লেনদেন সেবা ৮.ফটোকপি সেবা ৯. উপদেশমূলক সেবা ১০. পুরাতন পত্রিকা সেবা। |
ইন্টারনেট সেবা |
বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা। |
কার্যক্রম |
বেসরকারি গণগ্রন্থাগারসমূহকে তালিকাভুক্তিকরণ/ রেজিস্ট্রেশন প্রদান করা। |
ভবনের আয়তন |
৩৮২৫ বর্গফুট। |
পাঠকক্ষের সংখ্যা |
১ (একটি) টি |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS